শনিবার, ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

সরাইলের উন্নয়নই আমার অঙ্গীকার: শেখ মোহাম্মদ শামীম

পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাই সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সম্ভাব্য প্রার্থী শেখ মোহাম্মদ শামীম বলেন, “আমার রাজনীতি শুধু ব্যক্তিগত বা দলীয় স্বার্থে নয়, আমি রাজনীতি করি মানুষের কল্যাণ, সমাজের পরিবর্তন ও এই অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য।”

শুক্রবার দুপুরে সরাইল সদর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রবীণ নেতা ও উপদেষ্টা মোঃ রওশন আলম।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মোহাম্মদ শামীম বলেন, “আমি সরাইলের সন্তান, পানিশ্বর ইউনিয়নের মাটি ও মানুষের সঙ্গে আমার নাড়ির টান। আমার স্বপ্ন—সরাইলকে আধুনিক ও উন্নত এক জনপদে রূপান্তর করা। আমি বিশ্বাস করি, এই জনপদের প্রতিটি সমস্যার সমাধান সম্ভব, যদি আপনাদের মতো সাংবাদিক সমাজ আমার পাশে থাকেন।”

তিনি আরও বলেন, “গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আপনাদের কলম ও কণ্ঠ দেশের উন্নয়নে, জনগণের অধিকার আদায়ে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আমি সবসময় সাংবাদিকদের সম্মান করেছি এবং আগামীতেও আপনাদের পাশে থাকব।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ থাকলে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব। জয়ী হয়ে সরাইল-আশুগঞ্জের প্রতিটি সমস্যা চিহ্নিত করে যথাযথ সমাধান নিশ্চিত করব।”

সভায় সরাইল উপজেলার সিনিয়র সাংবাদিকবৃন্দসহ গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং সরাইলের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে প্রাণবন্ত আলোচনা।

“সরাইলের ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনাকে সামনে রেখেই আমি এগিয়ে যেতে চাই”—এই প্রতিশ্রুতি দিয়ে শেখ মোহাম্মদ শামীম সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *