
পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি বিলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে আজ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন । এই সময় ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কর্তন করার অপরাধে একজনকে আটক করা হয়। একটি ভেকু ও তিনটি ট্রাক জব্দ করা হয়।
আটক ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুহিলপুর গ্রামের মহরম আলীর ছেলে রুবেল মিয়া। রুবেল মিয়াকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং জব্দকৃত মালামাল রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসেন বলেন, শনিবার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি বিলে নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এই সময় একদল মাটিখেকো ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কর্তন করছিল। অভিযানের বিষয়টি টের পেয়ে অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় এদের একজনকে হাতেনাতে আটক করা হয়। সেই সাথে একটি ভেকু ও তিনটি ট্রাক জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫(১) ধারায় আটককৃত ব্যাক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পালিয়ে যাওয়া অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।