
পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে সোমবার ৪ জানুয়ারি বাদ আছর সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য শেখ মোহাম্মদ শামীম, জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপন, সরাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাস্টারসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোট সমর্থিত খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব।
দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা মহান আল্লাহর দরবারে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করেন।











