
পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা—গড়বে আগামীর শুদ্ধতা”, এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫।
মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থী, যুবসমাজ, প্রশাসন ও নাগরিক প্রতিনিধিরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় শপথ ব্যক্ত করেন।
দিনটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, দুর্নীতি বিরোধী মানববন্ধন ও সচেতনতা সৃষ্টিমূলক কর্মসূচি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আইয়ুব খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুবকর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনছুর আহমেদ, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মূধা আহমেদুল কামাল এবং সরাইল থানা পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সরাইল উপজেলা জামায়াতে ইসলামী আমির মো. এনাম খান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসাইন, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, মাওলানা মইনুল ইসলাম খন্দকার, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, উপজেলা মাধ্যমিক অফিসের ইতি বেগম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ডিউটি আক্তার, উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা মো. মাহবুবুল হক, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: শরিফ উদ্দিন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতিকে চিরতরে প্রতিরোধ করতে হলে প্রশাসন, জনগণ এবং বিশেষ করে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে। সমাজের প্রতিটি স্তরে স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার চর্চা বাড়লেই গড়ে উঠবে দুর্নীতিমুক্ত আগামীর বাংলাদেশ।











