শুক্রবার, ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত, এলাকায় শোকের ছায়া

পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোস্তফা কামাল (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোস্তফা কামাল কালিকচ্ছ বর্ডার বাজারের একজন বিকাশ এজেন্ট ও কনফেকশনারী ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি তিনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কালিকচ্ছ শাখায় ফিল্ড অফিসার হিসেবে দায়িত্ব পালন করতেন।

তার পিতা ছিলেন চাঁদপুর জেলার বাসিন্দা এবং একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম মমিন মিয়া। তবে মোস্তফা কামাল দীর্ঘদিন ধরে কালিকচ্ছ মধ্যপাড়ায় নিজস্ব বাড়িতে বসবাস করে আসছিলেন।

নিহতের ভাই আবু বকর জানান, রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার সময় বাড়ির কাছাকাছি পৌঁছলে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে ফেলে যায়। সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেয়। পরবর্তীতে এক পথচারী রক্তাক্ত অবস্থায় তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। স্বজনরা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোস্তফা কামাল একজন শান্ত, ভদ্র ও সজ্জন ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় তাঁরা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।

এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, “ঘটনার তদন্ত চলছে। এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি এলাকাবাসীর জোর দাবি জানিয়েছেন সকলে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *