
পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় “জুলাই পূর্ণজাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে এক চমৎকার বৃক্ষরোপণ কর্মসূচি, যা পরিবেশ সুরক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বুধবার, সরাইল বড্ডাপাড়াস্ত সুক এর প্রধান কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে সমাজ উন্নয়ন কেন্দ্র (সুক)। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মুমিন হোসেন।
এ সময় সুক-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সমাজের সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন। তারা সকলে বৃক্ষরোপণ কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করেন এবং পরিবেশ সুরক্ষায় গাছের গুরুত্ব নিয়ে সচেতনতা ছড়িয়ে দেন।
এই কর্মসূচি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগিতায় বাস্তবায়িত হয়।
উদ্বোধনী বক্তব্যে জনাব মুমিন হোসেন বলেন,
“বৃক্ষ শুধু প্রকৃতির সৌন্দর্যই বৃদ্ধি করে না, এটি আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে। আমরা যদি আজ একটি গাছ রোপণ করি, আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী উপহার দিতে পারব।”
বক্তারা বলেন, শুধু কর্মসূচির মাধ্যমে নয়, বরং গাছ লাগানোকে একটি সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে হবে।
সবুজে বাঁচুক সরাইল, সবুজে গড়ুক বাংলাদেশ — এই শ্লোগানে মুখরিত হয়ে সফলভাবে সমাপ্ত হয় বুধবার এই বৃক্ষরোপণ উৎসব।