
পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সরকারি কলেজ ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্য সচিব সমীর চক্রবর্তী এই কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান আশিক। সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফখরুদ্দিন আহমেদ বিজয়, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সিফাত ইনাম নূর, যুগ্ম সম্পাদক মুক্তা আক্তার, সাংগঠনিক সম্পাদক মো. ফাহাদ খান এবং ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উম্মে সায়িদা।
বিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং তা জেলা ছাত্রদলের কাছে জমা দেওয়ার কথা বলা হয়েছে।
জেলা ছাত্রদলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই নবনির্বাচিত নেতৃত্ব সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হয়ে সরাইল সরকারি কলেজে ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করবে।
উল্লেখ্য, ছাত্রদল দীর্ঘদিন ধরে দেশের ছাত্রসমাজের অধিকার রক্ষায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে আসছে।