
পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপি ও সদর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি জনাব আনিসুল ইসলাম ঠাকুর।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ নূরুজ্জামান লস্কর তপু’র সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলটি পরিচালিত। এতে সৌদি আরব থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব জনাব কবীর আহমেদ ভূইয়া।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোঃ শামীম, জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এস এন তরুন দে, জেলা বিএনপির অন্যতম সদস্য আহসান উদ্দিন খান শিপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুজ্জামান লস্কর তপু, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, যুবদলের কুমিল্লা বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি তাজুল ইসলাম, জেলা বিএনপির অন্যতম সদস্য বেলাল উদ্দিন তুহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরুল আমিন মাষ্টার, সদস্য সচিব মোঃ নূর আলম মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মীর ওয়ালিদ, যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেশ পুনর্গঠনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের জন্য কাজ করার আহ্বান জানান।
ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম মানিক, সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি শেখ রকিব উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান সোয়েব, জহিরুল ইসলাম ভূঁইয়া, দপ্তর সম্পাদক এবিএম সালাউদ্দিন বিপ্লব, সহ-সভাপতি অহিদুজ্জামান লস্কর অপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রবিউল, উপজেলা বিএনপি নেতা মিজান মিয়া, জয়নাল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক রিগান খন্দকার, যুবদল নেতা মোঃ সুজন মিয়া, সরাইল উপজেলা জাসাস এর আহবায়ক আহসানুল করিম রিপন ঠাকুর, সদস্য সচিব সৈয়দ মিনহাজুল হোসেন জাকির, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, সরাইল সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মন্নর আলী, কালীকচ্ছ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ আকরাম, তরুণ দলের আহ্বায়ক সাদেক মিয়া, সদস্য সচিব উজ্জ্বল মুন্সি, যুগ্ম আহ্বায়ক জামাল বাদশা, নবীন দলের আহ্বায়ক অনিক হোসেন মৃধা, নবীন দলের নেতা মিলন মিয়া, যুবদল নেতা মোঃ কাউসার মিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।
ইফতার পূর্বে উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মোঃ জিয়াউর রহমান পরিচালিত মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সুস্বাস্থ্য কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ এবং জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।