বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সলঙ্গা মাদীনাতুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মো. আখতার হোসেন হিরন, সলঙ্গা: সিরাজগঞ্জের সলঙ্গায় মাদীনাতুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার ৪৪তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অত্র মাদ্রাসার উদ্যোগে মঙ্গলবার বাদ আসর থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত চলমান ওয়াজ মাহফিলে প্রাণীসম্পদ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ও অত্র মাদ্রাসার সভাপতি মুহাম্মাদ শাহ জামাল এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন দেশবরেণ্য আলেম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কোরআন আল্লামা আব্দুল বাসেত খান সিরাজী। দ্বিতীয় আলোচক হিসেবে আলোচনা করেন মাওলানা তাজউদ্দিন ফিরোজী। তৃতীয় আলোচক হিসেবে আলোচনা করেন মাওলানা মো. আনিসুর রহমান আল হাদীসহ অন্যান্য ওলামায়েকেরামগণ।

এসময় উক্ত ওয়াজ মাহফিলে অত্র প্রতিষ্ঠান থেকে এ বছর ১০ জন হিফজ সমাপনকারী হাফেজ ছাত্রদের দেস্তারবন্দি(সম্মানি পাগড়ি) প্রদান করা হয়েছে। পরিশেষে উক্ত ওয়াজ মাহফিলে অত্র এলাকার সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ