সোমবার, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সাংবাদিকদের সাথে পুলিশের সম্পর্ক বৃদ্ধি পাবে: সিএমপি কমিশনার

কেফায়েতুল্লাহ কায়সার, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীতে কর্মরত সকল সাংবাদিকদের সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩২তম পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামের এক প্রীতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সিএমপি কমিশনার হিসেবে দায়িত্বগ্রহণ উপলক্ষে নগরীর নানান বিষয় নিয়ে খোলামেলাভাবে সাংবাদিকদের সাথে আলোচনা করতে সিএমপি কমিশনারের এ আয়োজন।

নগরীর দামপাড়া পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে বৃহস্পতিবার সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে পুলিশ কমিশনার ছাড়াও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মাসুদ আলম সাগর, সাধারণ সম্পাদক কেফায়েতুল্লাহ কায়সারসহ ইলেক্ট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় কিশোর গ্যাং, যানজট নিরসন, পুলিশ ও সাংবাদিকদের সাথে সম্পর্ক বৃদ্ধি ও সাধারণ মানুষকে পুলিশের সহায়তা আরো সহজকরণসহ নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় সিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম এক কথায় বলেন, সহযোগিতার জন্য শুধু সিএমপির ওসিদের দরজা নয় সিএমপি কমিশনারের দরজাও সাংবাদিক ও সাধারণ মানুষের জন্য সব সময় খোলা থাকবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *