শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাংবাদিক আহম্মদ ফিরোজের মৃত্যুবার্ষিকীতে নায়াব ইউসুফের শ্রদ্ধা

মো. মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর: ফরিদপুরের সাহসী সাংবাদিক আহম্মদ ফিরোজের ৫ম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার।

প্রয়াত এই সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানাতে দুপুরে শহরের ঝিলটুলীস্থ আহম্মদ লজের বাসভবনে শ্রদ্ধা জানাতে যান মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ঢাকা উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ।

এসময় তিনি সাংবাদিক আহম্মদ ফিরোজের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং গণমানুষের কণ্ঠস্বর হিসেবে নির্ভীক সাংবাদিক আহম্মদ ফিরোজের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক এমটি আক্তার টুটুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক আহম্মদ ফিরোজ দৈনিক মিল্লাত ও দৈনিক দিনকালের সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। তিনি জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ছিলেন।
২০১৯ সালের ২৯ অক্টোবর ৬৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে নিপীড়িত মানুষের পক্ষে আজীবন সোচ্চার ছিলেন সাংবাদিক আহম্মদ ফিরোজ।
আহম্মদ ফিরোজের জন্ম ফরিদপুর শহরের ঝিলটুলীতে। তিনি বৃহত্তর ফরিদপুরের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসবাড়িয়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ছিলেন।

তার দাদা ছিলেন ব্রিটিশ আমলের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং তার বাবা মরহুম ফজলুল করিম ছিলেন একজন সরকারি কর্মকতা।

সাংবাদিক আহম্মদ ফিরোজের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ