শুক্রবার, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটার অপরাধে ২ লাখ টাকা অর্থদন্ড ও খননকৃত জমি ভরাট করে দেয়ার নির্দেশ 

ওসমান গনি, স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের সাতকানিয়ায় ব্রিক ফিল্ডে গোপনে কৃষি জমির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে সাতকানিয়া উপজেলা প্রশাসন। 
শনিবার দুপুর ১ টায় উপজেলার কেরানীহাটের এনবিএম ব্রিকফিল্ডে অভিযান পরিচালনাকালে উক্ত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ব্রিক ফিল্ডের ম্যানেজার আব্দুর রহমান (৪৯), পিতা-মৃত এনু মিয়া, ৬নং ওয়ার্ড, উত্তর ঢেমশা, সাতকানিয়া কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় দুই লক্ষ টাকা নগদ অর্থদণ্ড দেয়া হয় এবং আদায় করা হয়। আগামী ৭ দিনের মধ্যে খননকৃত কৃষি জমিতে মাটি ভরাট করে দেয়ার নির্দেশনা প্রদান করেন। 
মোবাইল কোর্ট পরিচালনা কালে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট ফারিস্তা কারিম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বা কৃষি জমির টপ সয়েল কাটার কাজে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এর অভিযান অব্যাহত থাকবে।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে সহায়তা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারী সহ আনসার সদস্যবৃন্দ।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *