
নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়ার রাস্তার মাথা, কেরানীহাট, সিএনজি ইউনিট শাখার উদ্যোগে কর্মী সম্মেলন সোমবার বিকেলে রাস্তার মাথা সিএনজি স্টেশনে অনুষ্ঠিত হয়।
ঢেমশা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় অ্যাসিটেন্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইসহাক প্রধান অতিথির বক্তব্যে বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কাজকে এগিয়ে নেওয়ার জন্য আদর্শিক নেতৃত্বের বিকল্প নেই। তৃণমূল পর্যায়ের সংগঠন শক্তিশালী করতে হলে নেতৃবৃন্দকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। তৃণমূল সংগঠন শক্তিশালী হলে জাতীয় সংগঠন মজবুত কাঠামোর ওপর দাঁড়িয়ে যাবে।
তিনি আরো বলেন, শ্রমিকের অধিকার ও মর্যাদা এবং মালিকের প্রাপ্য সেবা যেমন ভারসাম্য ইসলামে দিয়েছে বলে উল্লেখ করেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢেমশা ইউনিয়ন শাখার উপদেষ্টা রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উপজেলা সভাপতি ডাক্তার ইউনুছ, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর ঢেমশা ইউনিয়ন শাখার সেক্রেটারি জাহেদুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন ইউনিটের দায়িত্বশীল অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ছিলেন।