
আব্দুর রহমান, সাতক্ষীরা : এসো দেশ বদলাই পৃথিবী বদলাই- এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ২০২৪-২৫ এ অ্যাথলেটিক্স, ফুটবল ও সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য তৈয়েব হাসান সামছুজ্জামান, মুহা: জিল্লুর রহমান, মো. মুফাচ্ছিনুল ইসলাম তপু, মোহিনী তাবাসসুম, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ফুটবল কোচ ইকবাল কবির খান বাপ্পি, সিনিয়র শারীরিক শিক্ষক রফিকুল ইসলাম, ক্রীড়া শিক্ষক জাহিদ হাসান প্রমুখ।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ফুটবল কোচ ইকবাল কবির খান বাপ্পি।