
বি এম বাবলুর রহমান, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরা আদালতপাড়ায় চন্দ্রপ্রভা ফুলে নজর কেড়েছে সকলের, দৃষ্টিনন্দন হয়ে উঠেছে আদালতের জুডিশিয়াল ভবন।
বৃহস্পতিবার সকাল থেকে ছবি উঠাতে দেখা গেছে কয়েকজনের। এদিকে স্কুল কলেজ শেষে ছাত্র ছাত্রীদের দেখা গেছে বিভিন্ন ভাবে ফটোসেশনে।
সকলের আকৃষ্টের মূল কারণ চন্দ্রপ্রভা বা সোনাপাতা ফুল বলে কথা, তারমধ্যে হলুদ রং। জেলার বিভিন্ন স্থান ছাড়াও সাতক্ষীরা জুডিশিয়াল ভবনের সামনে ফোটা চন্দ্রপ্রভা ফুল শিক্ষার্থী-শিক্ষকদের পাশাপাশি দর্শকদেরও নজর কাড়ছে। এখানে আসা আইনজীবী, বিচার প্রার্থীরা ভিড় করছেন চন্দ্রপ্রভা ফুল একনজর দেখতে। বৃক্ষের রং পাতা সবুজ হলেও ডালের মাথা গুলোতে মেলানো চন্দ্রপ্রভা ফুল মানুষের মনকে আন্দোলিত করছে। ফুল দেখে চোখ ফেরানো দায় মনের অজান্তে হৃদয় দিয়ে দর্শকরা গুন গুন করে আন মনে গেয়ে উঠছেন নানা গান।
সাধারণত চন্দ্রপ্রভা গাছ ৪-৫ মিটার লম্বা হলেও এখানের চন্দ্রপ্রভা গাছটি ৬ মিটার লম্বা। তবে আলো বাতাসের প্রাপ্যতা , মাটির গুণাগুণ ও স্থান ভেদে কমবেশি হয়ে থাকে। এ বৃক্ষের মাথা কিছুটা ছড়ানো । পাতা গুলো সবুজ ও কিনার দেখতে অনেকটা খাঁজকাটার মতো। গাছের ডালের আগাতে থোকায় থোকায় হলুদ রংয়ের চন্দ্রপ্রভা ফুল ফুটেছে। চন্দ্রপ্রভা ফুল দেখতে অনেকটা চুঙ্গি বা ঘন্টা আকৃতির মতো। ৩-৪ সে:মিটার পর্যন্ত চওড়া হয়ে থাকে । চন্দ্র প্রভার পাতা যৌগিক, আট থেকে পনের সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। ফুল বড় বড় থোকায় থোকায় ঘন সন্নিবিষ্ট। অবশ্যই এই ফুলে সরাসরি কোন ধরনের সুবাস পাওয়া যায় না। তবে প্রজাপতি ও মৌমাছির আনাগোনা লক্ষনীয়। হলুদ রংয়ের চন্দ্রপ্রভার বীজ ছোট আকৃতির। বীজ বা ডাল থেকে তৈরি কলমের মাধ্যমে এর বংশ বৃদ্ধি করা যায়। এ গাছের জন্য বেশি জায়গার প্রয়োজন হয়না। বড় উঠান বা পাকা ঘরের ছাদে বড় টবে লাগানো যায়। বাংলাদেশে চন্দ্রপ্রভা গ্রীষ্ম-বর্ষা, শরৎ-হেমন্তে ফুটলেও কিছু কিছু গাছে বছরের অন্যান্য সময়ে হঠাৎ দু’একটি ফুল ফুটতে দেখা যায়। এ ফুল গাছ দ্রুত বাড়ে। চন্দ্রপ্রভা ফুলের মৌমাছি ও কীটপতঙ্গ আকর্ষণ করার ক্ষমতা প্রচুর। বাড়ি,স্কুল-কলেজ বা অফিসের আঙিনায় , সদর দরজার পাশে , রাস্তার ধারে বা সড়কদ্বীপে চন্দ্রপ্রভা লাগিয়ে অনায়াসেই জায়গার সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে নেওয়া যায়।
সাতক্ষীরা আদালত পাড়ায় আইনজীবী সহকারী মেহেদী হাসান শিমুল ও জি এম আমিনুল ইসলাম বলেন, এই ফুলের দিকে তাকালে হৃদয় জুড়িয়ে যায়।
সাতক্ষীরা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুল জানান, জুডিশিয়াল ভবনের সামনে আসলেই মনের অজান্তেই দৃষ্টি আকর্ষণ করে চন্দপ্রভা ফুল।