মঙ্গলবার, ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে নানান কর্মসূচি পালিত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাসেম, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব মো. আবু জাহিদ ডাবলু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আফ. রহিম সিদ্দিক কমল, শহর ছাত্রশিবিরের সভাপতি আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সোহেল মেহাদীন সাদী ও আহত জুলাই যোদ্ধা মো. জিল্লুর রহমান। অনুষ্ঠানে সাতক্ষীরার ৪ শহীদ পরিবারসহ মোট ১০১ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট গ্রহণকালে শহীদ পরিবারের সদস্যদের চোখে ছিল শ্রদ্ধা, গর্ব এবং আবেগের অশ্রু। আলোচনা সভা শেষে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে জুলাই আন্দোলনভিত্তিক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শোয়াইব আহমাদ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরাফাত হুসেইন, মুখপাত্র মোহিনী তাবাসসুমসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শহীদ ও যোদ্ধা পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ