সোমবার, ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সাতক্ষীরায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।  রোববার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলসেডে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

সভায় শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী গত মাসের কার্যবিবরণী উপস্থাপন ও গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করেন। এরপর চলতি মাসে পুলিশ সদস্যদের নানা আবেদন সভায় উপস্থাপন করা হয়।

পুলিশ সুপার মনোযোগ দিয়ে উপস্থিত সদস্যদের সমস্যা শোনেন এবং অনেক সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন। পাশাপাশি কয়েকটি বিষয়ের দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন। তিনি সদস্যদের সার্ভিস রুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। সভায় পুলিশ সুপার আরও বলেন, ‘মেসে মানসম্মত খাবার নিশ্চিত করতে হবে। ড্রেস কোড মেনে পোশাক পরতে হবে।

ছুটি ও টিএ বিলে স্বচ্ছতা বজায় রাখতে হবে। স্বাস্থ্যসচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিচ্ছন্নতা, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার এবং জনসাধারণের সঙ্গে ভালো আচরণ—এসব বিষয়ে সচেতন থাকতে হবে।’ কল্যাণ সভায় অবসর উপলক্ষে কনস্টেবল কাজী মাসুদুর রহমান, তুষার কান্তি ঘোষ ও প্রণব কুমার দে-কে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও স্মারক উপহার দেওয়া হয়। এ ছাড়া ভালো কাজের স্বীকৃতিস্বরূপ কয়েকজন সদস্যকে নগদ অর্থ ও ক্রেস্ট দেন পুলিশ সুপার।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) শেখ ইমরান হোসেন, বিপিএম, পিপিএম; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আনোয়ারুল কবীর ও মো. শফিকুল ইসলাম; পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. আবু হোসেন; জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিআইও-১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন)সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *