
আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার কাশেমপুরে পারিবারিক বিরোধের জেরে মোরসালিন (১১) নামের এক শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মাহফুজুর রহমান শাওন ও তার মা নাজমা আক্তারকে আটক করেছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কাশেমপুর গ্রামের আব্দুল মাজেদের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত মোরসালিন ওই গ্রামের নির্মাণ শ্রমিক রাজু আহমেদের ছেলে ও কাশেমপুর সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, শাওনের দাদির কাছ থেকে দুটি লেবু কেনাকে কেন্দ্র করে বিরোধের জেরে শাওন ও তার মা নাজমা ক্ষিপ্ত হয়ে মোরসালিনকে পুকুরে ডুবিয়ে হত্যা করে। পরে গ্রামবাসী অভিযুক্তদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।