
আব্দুর রহমান, সাতক্ষীরা: কয়েক দিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরা পৌর এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের রাস্তাঘাট, বাড়িঘর, এমনকি রান্নাঘর ও টয়লেটও তলিয়ে গেছে পানিতে। কোথাও কলাগাছের ভেলায়, আবার কোথাও কক্সশিটে জিনিসপত্র নিয়ে চলছে মানুষের চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।
সাতক্ষীরা আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ২৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই হয়েছে ১০২ মিলিমিটার।
অতিবৃষ্টির ফলে পৌরসভার অধিকাংশ ওয়ার্ড এখন পানির নিচে। সরেজমিন ঘুরে জানা গেছে, কামালনগর, ইটাগাছা, পলাশপোল, মধুমোল্লারডাঙি, মেহেদীবাগ, রসুলপুর, বদ্দিপুর, রইচপুর, রাজারবাগান, গদাইবিল, মধ্য কাটিয়া, রথখোলা, মাঠপাড়া, পার-মাছখোলা ও পুরাতন সাতক্ষীরার মতো নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকে গেছে।
সবচেয়ে করুণ অবস্থা পৌরসভার ৭ ও ৯ নম্বর ওয়ার্ডে। ইটাগাছা এলাকার নাজমুল হাসান বলেন, “ঘের মালিকরা বিলের মুখ বন্ধ করে রেখেছেন। বাইপাসের স্লুইস গেটও বন্ধ। ফলে পানি বের হতে পারছে না।”
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ জানান, “২০২৪-২৫ অর্থবছরে ৫০ কিমি খাল ও সেচনালা সংস্কার করা হয়েছে। স্লুইস গেট খুলে দেওয়া হবে এবং প্রাণসায়ের খালে পানি ফেলার ব্যবস্থা হলে পরিস্থিতি স্বাভাবিক হবে।” সাতক্ষীরার মানুষ এখন একটাই প্রশ্ন তুলছে—কবে মিলবে এই স্থায়ী সমাধান? বারবার দুর্ভোগের পরও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জনমনে ক্ষোভ বাড়ছে। টেকসই পরিকল্পনা ও বাস্তবায়নের দাবিতে এখন দিন গুনছে সাতক্ষীরাবাসী।