মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতক্ষীরায় সেনা অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে সেনাবাহিনীর সাতক্ষীরা সদর ক্যাম্প কর্তৃক পরিচালিত এ অভিযানে তাকে কাটিয়া এলাকা থেকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম এম এম রবিউল ইসলাম (৬০)। তিনি সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার মৃত রমজান আলীর ছেলে।

অভিযানে রবিউলের বাসা থেকে ২০ বোতল ফেনসিডিল, ২০ পিস ইয়াবা, ৬০টি অবৈধ ভারতীয় ট্যাবলেট (গ্লিসিফেজ–৫০০), ১০ প্যাকেট রয়েল সিগারেট, নগদ ৬৯ হাজার ২৫ টাকা, দুই হাজার ভারতীয় রুপি, দুটি মোবাইল ফোন, আটটি সিমকার্ড, একটি পাসপোর্টসহ অসংখ্য মাদকসেবনের কলকি, লাইটার ও ফয়েল পেপার উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা গেছে, রবিউল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, অতীতে সাতক্ষীরা সদরের কাটিয়া এলাকায় পতিতাবৃত্তির উদ্দেশ্যে অবৈধ আবাসিক হোটেল পরিচালনা করতেন এবং একই সঙ্গে ফেনসিডিল ব্যবসা চালাতেন। তার বিরুদ্ধে ২০২২ সাল থেকে মাদক সম্পর্কিত দুটি মামলা চলমান রয়েছে। পরে আটক রবিউল ইসলামকে জব্দকৃত মাদকদ্রব্যসহ রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।

সদর থানার ওসি সামিনুল হক জানান, আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ