
আব্দুর রহমান, সাতক্ষীরা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পেয়েছেন মো. আব্দুর রউফ।
বুধবার (২১ জানুয়ারি) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের চিঠি গ্রহণ করেন আলহাজ¦ মোঃ আব্দুর রউফ। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতীক পাওয়ার পর মো. আব্দুর রউফ বলেন, দীর্ঘ ১৮ বছর পর তিনি একটি নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। আগামীকাল থেকে ব্যাপকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানান তিনি। তাঁর ভাষ্য, ভোটাররা ভোট দিতে আগ্রহী হয়ে আছেন। তিনি আরও বলেন, সাতক্ষীরা-২ আসনের বাসিন্দা হিসেবে এলাকাবাসীর সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষ বিজয়ী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
নির্বাচনী পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, “ইতিমধ্যে তারেক রহমান জনকল্যাণকেন্দ্রিক এই আট দফা পরিকল্পনা তুলে ধরেছেন। এতে সবার জন্য স্বাস্থ্য কার্ড চালুর মাধ্যমে স্বল্প ও বিনা মূল্যে চিকিৎসাসেবা, কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে সার ও বীজসহায়তা সহজ করা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাব্যবস্থার সংস্কার, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানো এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য রাষ্ট্রীয় সহায়তা জোরদারের প্রতিশ্রুতি রয়েছে। একটি সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষ বিজয়ী হবে-ইনশাআল্লাহ।”
এসময় সাতক্ষীরা-২ আসনের সকল ভোটার ও দলীয় নেতাকর্মীদের অভিনন্দন জানান তিনি।











