বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতক্ষীরা-৩ আসনে বিএনপির দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি, আটক ৪

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন ও মনোনয়ন বঞ্চিত নেতা ডা. মো. শহিদুল আলমের সমর্থকদের পাল্টাপাল্টি কর্মসূচি অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সেনাবাহিনী মনোনয়ন বঞ্চিত ডাঃ শহীদুল আলমের পক্ষের চারজনকে গুলতি, লোহার বল, লাঠিসোটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্রসহ আটক করে।

আটককৃতরা হলেন, আশাশুনি উপজেলার বাটরা গ্রামের আলীমুলের ছেলে মামুন, কালিগঞ্জের নলতা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের শফিকুল সরকারের ছেলে শামীম, কাশীবাটি গ্রামের মোস্তফা সরদারের ছেলে আব্দুল মান্নান, পূর্ব নারায়ণপুর গ্রামের মধুসুধন ঘোষের ছেলে শুভঙ্কর কুমার ঘোষ।

কালিগঞ্জ বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানায়, বৃহষ্পতিবার বিকেলে কালিগঞ্জ সরকারি কলেজ থেকে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনের নেতৃত্বে একটি গণমিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ফুলতলা মোড়ে সমাবেশে বক্তৃতা দেন তিনি। একই সময়ে ডা. শহিদুল আলমের সমর্থকরা তার মনোনয়নের দাবিতে কালিগঞ্জ ব্রীজের পাশে কালো পতাকা মিছিল বের করেন।শহিদুল আলমপন্থীরা মিছিল নিয়ে কাজী আলাউদ্দিনের সমাবেশস্থলের দিকে এগোলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় সেনাবাহিনী।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, সংঘর্ষের আশঙ্কায় একদল নাশকতাকারী বিপুল পরিমাণ গুলতি, লোহার বল, লাঠিসোটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্রসহ প্রস্ততি নিচ্ছিল। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্র ও লোহার টুকরা নদীতে ফেলে পালানোর চেষ্টা করে।

কালিগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ সাজিদের নেতৃত্বে অভিযানে আশাশুনি উপজেলার বাটরা গ্রামের মামুন, কালিগঞ্জের নোয়াপাড়া গ্রামের শামীম, কাশীবাটি গ্রামের আব্দুল মান্নান, পূর্ব নারায়ণপুর গ্রামের শুভঙ্কর কুমার ঘোষকে বৃহষ্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আটক দেখানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি মিনি ট্রাক, তিনটি পিকআপ ভ্যান, লাঠি, ইটপাটকেল, গুলতি, লোহার পাইপ ও ধারালো লোহার টুকরা জব্দ করা হয়। আটক চারজন ও জব্দকৃত মালামাল কালিগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “দুই পক্ষের কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। পরে সেনাবাহিনী অভিযান চালিয়ে চারজনকে আটক ও ইট-পাটকেল ও বাঁশের লাঠি উদ্ধার করেছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং অতিরিক্ত সেনা টহল জোরদার করা হয়েছে। আটককৃত শামীম এসএসসি পরীক্ষার্থী হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অপর তিনজনকে শুক্রবার ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ