নুরুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। বুধবার প্রথমেই তিনি রসুলপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে যাবতীয় নথি, রেকর্ডপত্র, রেজিস্টারসহ অন্যান্য সকল ডকুমেন্টস তিনি যাচাই-বাছাই করেন।
এরপর তিনি রসুলপুর ইউনিয়নের বড় দাউদপুর আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে কথা বলেন ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি খোর্দ্দা পাটানোছায় রাস্তার উন্নয়ন কাজ এবং ইউএনও অফিসের সামনে চলমান উন্নয়ন কার্যক্রমও দর্শন করেন।
পরবর্তীতে তিনি সাদুল্লাপুর উপজেলা ভূমি অফিস এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন এবং রেকর্ডপত্র, নথি, রেজস্টার পর্যবেক্ষণ করে যথাযথ অফিস ব্যবস্থাপনার জন্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানবসম্পদ), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী অফিসার, সাদুল্লাপুর, সহকারী কমিশনার (ভূমি), সাদুল্লাপুরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।