এস এম আক্কাস, সিরাজগঞ্জ : সানলাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড গ্রাহকদের লাখ লাখ টাকা নিয়ে উধাও হয়েছে।
মঙ্গলবার সিরাজগঞ্জ শহরের কালিবাড়ির সুকুমার গলিতে প্রায় ১৫০ জন ভুক্তভোগী সানলাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড এবং লক্ষী রানীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুলেছে।
ভুক্তভোগী সূত্রে যায়,সিরাজগঞ্জ শহরের শহীদ নাজমুল চত্বর (চৌরাস্তা) এলাকায় সানলাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড এর আঞ্চলিক অফিস করেন এবং নিজেদের বীমা প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিয়ে যাত্রা শুরু করেন শহরে পৌর এলাকার কালিবাড়ি গ্রামের মৃত সুভাস চক্রবর্তীর স্ত্রী লক্ষী রানী। যেখানে ভবিষ্যৎ জীবনের নিরাপত্তার কথা মাথায় রেখে ১০ বছর মেয়াদে বীমা করেন শত শত গ্রাহক। যারা বীমা করেছিলেন তাদের অনেকেরই মেয়াদ পূর্ণ হয়েছে। কারও আবার মেয়াদ পূর্ণ হওয়ার পথে। সর্বনিম্ন ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ টাকার উপরেও গ্রাহকদের টাকা জমানো রয়েছে।
এদিকে মেয়াদপূর্ণ হওয়া গ্রাহকরা তাদের পাওনা টাকা চাইতে গেলেই বাধছে বিপত্তি। প্রায় ৬-৭ বছর যাবৎ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা গ্রাহকদের সঙ্গে মেতেছেন বহু টালবাহানায়। এদিকে গ্রাহকদের চাপে সিরাজগঞ্জ আঞ্চলিক অফিস উধাও হয়েছে।
এতে চরম দুর্ভোগে পড়েছেন বীমাকারী। লক্ষী রানী সানলাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে মহল্লায় মহল্লায় গিয়ে এবং নিকটতম প্রতিবেশীদের টার্গেট করে ইন্সুইরেন্স কোম্পানিতে ভর্তি করেন ও বিভিন্ন ধরনের লোভ লালসা দেখান। সাধারণ মানুষ লক্ষী রানীর উপর চোখ বন্ধ করে বিশ্বাস করে সেই ইন্সুইরেন্স কোম্পানিতে টাকা জমায়। অতঃপর পুর্ণ মেয়াদি গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে উধাও হয়েছে।
ভুক্তভোগীরা বলেন, লক্ষী রানি আমাদের সাথে প্রতারণা করছে। আমাদের টাকা ফেরত না দিয়ে বছরের পর বছর ঘুরাচ্ছে। এমনকি লক্ষী রানী নিজের বাড়িতে না থেকে তার বোনের বাসায় পালিয়ে বেড়াচ্ছে। আমাদের দাবি সকল গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হোক।
অভিযুক্ত লক্ষী রানী অভিযোগ অস্বীকার করে বলেন,আমি মাঠ কর্মী হিসেবে দায়িত্বে ছিলাম। গ্রাহকদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। যেহেতু সিরাজগঞ্জ থেকে অফিস ও কার্যক্রম উধাও হয়েছে সেক্ষেত্রে ঢাকা হেড অফিসে গিয়ে গ্রাহকদের টাকা ফেরত এর ব্যবস্থা করবো।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, সানলাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর বিরুদ্ধে থানায় কেউ অভিযোগ দায়ের করে নাই। যদি অভিযোগ দায়ের করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।