
এম. মেহেদুল খাঁন, সৌদি আরব ও মধ্যপ্রাচ্য ব্যুরো প্রধান: সৌদি আরবের রাজধানী রিয়াদে আগমন উপলক্ষে ছাত্রদল ও যুবদলের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক দেশের সর্বোচ্চ মামলার আসামি মো. ইসহাক সরকারকে গণসংবর্ধনা দিয়েছে রিয়াদ মহানগর বিএনপি।
রিয়াদ মহানগর বিএনপির সভাপতি বশির সরকারের সভাপতিত্বে ও হামিদুল হক শামিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বংশালের সাবেক কাউন্সিলর ইসহাক সরকারের বড় ভাই ইয়াকুব সরকার, জুবাইল বিএনপির সাবেক সভাপতি শেখ আবদুল মান্নান, প্রবাসী চাদপুর জেলা বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বিলাশ, সৌদি আরব কেদ্রীয় পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চাঁন সহ রিয়াদ মহানগর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় আরো অনেকে নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইসহাক সরকার বলেন, গত ১৬ বছরে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর যে জুলুম নির্যাতন চালিয়েছে তারপরও তিনি দেশ থেকে পালিয়ে যান নাই। খুনি, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের মানুষকে যেভাবে গুম, খুন করেছেন, দুর্নীতি ও লুটপাট চালিয়েছেন তাকে দেশে ফিরিয়ে এনে সব অপরাধের বিচার করা হবে।
উল্লেখ্য, ছাত্রদল ও যুবদলের সাবেক এই নেতার নামে গত ১৫ বছরে ৩৬৫টি মামলা হয়েছে।