
রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি: বগুড়ার সারিয়াকান্দিতে “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্যে হোক” এই স্লোগানে ধানের শীষের সমর্থকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব মাঠে সারিয়াকান্দি-সোনাতলা ধানের শীষের সমর্থকবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিএনপি নেতা, অবসরপ্রাপ্ত কর্ণেল জগলুল আহসান।
পৌর জাসাসের সহ-সভাপতি রহিদুর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মাসুদুর রহমান হিরু মন্ডল।
এসময় আরও বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, শাজাহানপুর উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক কৃষিবিদ জাহিদ, চালুয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ। সভায় সঞ্চালনা করেন, সারিয়াকান্দি পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ বুলু।