বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সারিয়াকান্দিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): সারিয়াকান্দিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃংঙ্খলা রক্ষা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সারিয়াকান্দি থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার সকালে থানা চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাত কুমার সাহা, সারিয়াকান্দি উপজেলা হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অরুনাংশু কুমার সাহা, সারিয়াকান্দি উপজেলা জামায়েতে ইসলামের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক অ্যাড: শরিফুল ইসলাম হিরা, চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুস্তাফিজুর রহমান, সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক আখতারুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, আমরা যাই যে ধর্মের হই না কেন, আমরা সবাই বাঙালি। পূর্বেও যেমন সম্প্রীতি বজায় রেখে চলেছি। এখনো আমাদের সম্প্রীতির কোনো ঘাটতি থাকবে না। আমরা সকলে মিলে মিশে চলব। পূজা উদযাপন যাতে কোনো অপশক্তি নষ্ট করতে না পারে, এ সকলকেই সতর্ক থাকার আহ্বান জানান। এসময় উপজেলার বিভিন্ন এলাকার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংবাদিক বৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই আব্দুল খালেক। এই উপজেলায় পৌর এলাকার ৪টি সহ ২৩টি মণ্ডপে পূজা উদযাপিত হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ