বুধবার, ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সারিয়াকান্দিতে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই সহোদর ভাইয়ের মৃত্যু

রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই সহোদর ভাই নিহত হয়েছে। নিহতরা হলেন, মনমত হালদার (৪৫) ও সবুজ হালদার (৩২)। তারা উভয়েই মৃত কার্তিক হালদারের ছেলে এবং সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার বড়ইতলী গ্রামের বাসিন্দা।

রবিবার দুপুর ৩টা ৪৫ মিনিটের দিকে যমুনা নদীতে মাছ ধরার পর দেবডাঙ্গা মাছ বাজারের আড়তে মাছ বিক্রি করে দুই ভাই নৌকায় ফিরে আসেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তারা নৌকাটি ভালোভাবে বাঁধার জন্য নদীর ঘাটে যান। নৌকা বাঁধার সময় কাঁচা বাঁশের লগি পুততে গিয়ে বজ্রপাতের শিকার হন তারা। বজ্রপাতের ফলে দুই ভাই নৌকার উপর থেকে নদীতে পড়ে যান। আড়তের লোকজন ঘটনাটি দেখে দ্রুত ছুটে গিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে আড়তে নিয়ে আসেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, মনমত ও সবুজ হালদার পেশায় জেলে ছিলেন এবং প্রতিদিনের মতোই তারা মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ বজ্রপাতের এই দুর্ঘটনায় তাদের মৃত্যু সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ