
রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই সহোদর ভাই নিহত হয়েছে। নিহতরা হলেন, মনমত হালদার (৪৫) ও সবুজ হালদার (৩২)। তারা উভয়েই মৃত কার্তিক হালদারের ছেলে এবং সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার বড়ইতলী গ্রামের বাসিন্দা।
রবিবার দুপুর ৩টা ৪৫ মিনিটের দিকে যমুনা নদীতে মাছ ধরার পর দেবডাঙ্গা মাছ বাজারের আড়তে মাছ বিক্রি করে দুই ভাই নৌকায় ফিরে আসেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তারা নৌকাটি ভালোভাবে বাঁধার জন্য নদীর ঘাটে যান। নৌকা বাঁধার সময় কাঁচা বাঁশের লগি পুততে গিয়ে বজ্রপাতের শিকার হন তারা। বজ্রপাতের ফলে দুই ভাই নৌকার উপর থেকে নদীতে পড়ে যান। আড়তের লোকজন ঘটনাটি দেখে দ্রুত ছুটে গিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে আড়তে নিয়ে আসেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, মনমত ও সবুজ হালদার পেশায় জেলে ছিলেন এবং প্রতিদিনের মতোই তারা মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ বজ্রপাতের এই দুর্ঘটনায় তাদের মৃত্যু সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে।