
রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে ১ জন নিহত ও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টায় কর্ণিবাড়ী ইউনিয়নের শোনপচা চরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে রংপুর কাউনিয়া উপজেলার আরাজি হরিশ্বর এলাকার আব্দুর রশিদ(৫০) নিহত হয়। একই এলাকার মৃত সাহার উদ্দিন এর ছেলে বাবু(৭০) এবং আপান উল্লা এর ছেলে আশরাফুল(৪৫) দুইজন আহত হয়।
সংবাদ পেয়ে পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যান। নিহত ব্যক্তিকে থানায় নিয়ে যান পুলিশ সদস্যরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, নিহত ও আহতরা পেটের তাগিদে রংপুর থেকে এই শোনপচা চরে কাজ করার জন্য আসে। বৃহস্পতিবার সকালে মরিচের জমিতে নিড়ানী কাজ করার জন্য অনেকে মাঠে যায়। হঠাৎ আকাশে মেঘ দেখে সবাই ছোটাছুটি করে বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়।এ সময় বজ্রপাতে একজন মারা যায় দুইজন গুরুতর আহত হয়। নিহত পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মৃত্যু কালে নিহত আব্দুর রশিদ ৩ মেয়ে ১ স্ত্রী রেখে যান।
সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ(ওসি) জামিরুল ইসলাম জানান, ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথেই পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যান। আহত দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসাপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তিকে পরিবারের হাতে হস্তান্তর করা হয়।