
রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া) : বগুড়ার সারিয়াকান্দি নারচী ইউনিয়ন চর হরিণা গ্রামে মৃত জাহিদুর রহমানের ওয়ারিশগণের দখলকৃত ৫০ শতাংশ জমির উপর ২০১৮ সালে বন্টন মামলা করেন কোরবান আলী গং, যার মামলা নং ৪/২০১৮।
বুধবার সকালে কোরবান আলী গং উক্ত বিরোধপূর্ণ জমি জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা করে জমির চারপাশের আইল কর্তৃন করেন। এ বিষয়ে দলিল লেখক মামুনুর রশিদ মামুন বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায় বিরোধপূর্ণ জমিতে বিবাদীরা জমির চারপাশের আইল কর্তন করে দখল নেওয়ার চেষ্টা করেন। জানা যায়, বিবাদীরা উক্ত জমি দখল নেওয়ার চেষ্টা করলে বাদী পক্ষের লোকজন বাধা দেয় এবং উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে জমি থেকে উভয় পক্ষের লোকজন চলে যায়। বিবাদী পক্ষের লোকজন জমির আইল কর্তনের কথা স্বীকার করেন।
বাদী মামুনুর রশিদ মামুন জানান, আমাদের জমি আমরাই ভোগ দখল করে খাই। ২০১৮ সালে ঐ জমিতে বিবাদীরা বন্টন মামলা করে আমাদের হয়রানি করে যাচ্ছেন।
থানার এএসআই ইসমাইল হোসেন জানান, মামুনুর রশিদ মামুনের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে পরিদর্শন করি। যেহেতু মামলা চলমান আইনশৃঙ্খলার যেনো অবনতি না ঘটে তাই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে ঐ বিরোধপূর্ণ জমিতে না যাওয়ার নির্দেশ দেই।