
রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা লঙ্ঘনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
শনিবার দিবাগত রাতে মোবাইল কোর্টের অভিযানে চারজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বানিয়াবাড়ী গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (২২), নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহরিয়া রাজাপুর গ্রামের মো. ইসলাম উদ্দিনের ছেলে আব্দুল জলিল (২৫), মো. সিরাজ মিয়ার ছেলে আদরিয়ান জলিল (২৩), নোয়াখালী জেলার সুবর্ণ চর উপজেলার জাহাজমাড়া গ্রামের মো. মনিরের ছেলে সোহাগ (২০)।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।