
রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি( বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর বাজার এলাকায় মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মোঃ সেবিন।
সমাজের অবহেলিত শিশু ও বৃদ্ধদের জন্য ভালোবাসা, যত্ন ও আশ্রয়ের নিরাপদ ঠিকানা গড়ে তুলেছেন তিনি—নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠা করেছেন এক ব্যতিক্রমী প্রতিষ্ঠান ‘রিটায়ার্ড চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার হোম’।
এই কেন্দ্রটি বর্তমানে অসহায়, নিরাশ্রয় ও অবহেলিত শিশু এবং প্রবীণদের জন্য একটি নিরাপদ আবাসস্থলে পরিণত হয়েছে। যেখানে শিশুরা পাচ্ছে স্নেহভরা পরিবেশ, পুষ্টিকর খাবার ও শিক্ষার সুযোগ; অপরদিকে, উপেক্ষিত বৃদ্ধরা পাচ্ছেন সম্মান, সেবা ও মানসিক প্রশান্তি।
মোঃ সেবিন দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে সমাজসেবায় নিয়োজিত। তার জীবনদর্শনে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে মানুষের পাশে দাঁড়ানো, বিশেষ করে সেইসব মানুষের যাদের পাশে দাঁড়ানোর কেউ থাকে না। এই ‘চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার হোম’ যেন তার মানবিক দায়িত্ববোধের এক বাস্তব রূপ।
তার এই মহৎ উদ্যোগে সহযোগিতা করছেন সমাজের আরও কিছু দায়িত্বশীল মানুষ। তাদের মধ্যে রয়েছেন—বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ শফিকুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ বাবলু মিয়া।
এই প্রতিষ্ঠানে রয়েছে চিকিৎসাসেবা, মানসম্মত খাদ্য, পরিচ্ছন্ন বাসস্থান, বিনোদনের সুযোগ এবং সামাজিক মেলবন্ধনের এক অনুকরণীয় পরিবেশ। এখানে যারা বসবাস করছেন, তারা সবাই একে অপরের আপনজন হয়ে উঠেছেন।
আর এই পুরো কর্মকাণ্ড পরিচালনায় সামনে থেকে দায়িত্ব পালন করছেন মোঃ সেবিন নিজেই, ভালোবাসা ও নিষ্ঠা দিয়ে।
স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি এমন মানবিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসেন, তবে আমাদের সমাজ হবে আরও সহানুভূতিশীল ও ন্যায়ভিত্তিক।
মোঃ সেবিন বলেন, “মানুষ মানুষের জন্য। আমি চাই, কেউ অবহেলার শিকার হয়ে দিন না কাটাক। আমার মতো করে আমি চেষ্টা করছি, যেন এই অসহায় মানুষগুলো নতুন করে বাঁচার আশা পায়। সমাজের আরও মানুষ এগিয়ে এলে আমরা অনেক জীবন বদলে দিতে পারবো।”
মানবিকতা যেখানে হারিয়ে যেতে বসেছে, সেখানে মোঃ সেবিনের এই উদ্যোগ যেন এক আশার আলো। তার এই চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার হোম শুধু একটি প্রতিষ্ঠান নয়—এটি ভালোবাসার একটি আশ্রয়, মানবতার এক নতুন ঠিকানা।
এমন দৃষ্টান্তই পারে সমাজে সচেতনতা ও সহানুভূতির এক নতুন দিগন্ত উন্মোচন করতে। মোঃ সেবিনের এ প্রয়াস সারিয়াকান্দির ইতিহাসে মানবসেবার এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।