শনিবার, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সারিয়াকান্দিতে ৪ বিঘা জমির ভুট্টা ক্ষেত শত্রুতা মূলক ধ্বংস

রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের হাওড়াখালী গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য ফরিদ উদ্দিন এর ৪ বিঘা জমির ভুট্টা রাতের আঁধারে কর্তন করে প্রায় ৫/৭লক্ষ টাকার ভুট্টা ধ্বংস করেছে প্রতিপক্ষরা।

সারিয়াকান্দি থানার অভিযোগ সূত্রে জানা যায়, রৌহাদহ মৌজায় সাবেক দাগ ১৬১৩ আর এস নং ৩০১৯ বাদী ফরিদ উদ্দিন এর পৈতৃক সম্পত্তি। এতে তারা পাঁচ ভাই ভুট্টা চাষ করে। কিন্তু বিবাদী মো: হাইস (৬০) নিজের জমি বলিয়া জোর দখলের অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।রাগের বসবর্তি হয়ে গত ২১শে ফেব্রুয়ারি রাত অনুমান ১টারপর উক্ত হাইস ও তার সঙ্গীয় লোকজন ৪০-৫০ জন একসাথে উক্ত ভুট্টা জমিতে নেমে রামদা হাসুয়া বেকি দিয়া সম্পূর্ণ ভুট্টা কেটে ফেলে রেখে যায়।

খবর পেয়ে শুক্রবার সকালে ফরিদ উদ্দিন ও তার ভাইয়েরা সহ এলাকার লোকজন উক্ত জমিতে গিয়ে কেটে ফেলা ভুট্টার জমির দেখে এলাকার চেয়ারম্যান ও থানা পুলিশকে খবর দিলে তৎক্ষণাৎ সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: জামিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।এবং গণমাধ্যম কর্মীদের বলেন দোষীদের আইনের আওতায় আনা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ