মঙ্গলবার, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সারিয়াকান্দি বণিক সমবায় সমিতির ত্রি -বার্ষিক নির্বাচন সম্পন্ন

রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি বণিক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার বণিক সমবায় সমিতির নির্বাচন অফিসার হিসেবে দায়িত্ব পালন করে মো. শফিকুল ইসলাম সারিয়াকান্দি উপজেলা সমবায় অফিসার।

সারিয়াকান্দি বণিক সমবায় সমিতির অফিস কক্ষে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সভাপতি পদে সিরাজুল ইসলাম ফুল (চেয়ার প্রতীকে) ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদুর রহমান হিরু মন্ডল (ছাতা প্রতীকে) ৫৫ ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট শরিফুল ইসলাম হীরা (হাতি প্রতিকে)১২৯ ভোট পেয়ে নির্বাচিত তার নিকটতম প্রতিদ্বন্দি সাখাওয়াত হোসেন ডাবলু (হরিণ প্রতীকে) পেয়েছেন ৯৩ ভোট । ভোট গণনা শেষে বিকাল ৪:৩০ মিনিটে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা জানান, কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। নবনির্বাচিত কমিটির নেতারা বণিক সমিতির উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ