
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় সুপ্রীম কোর্ট অডিটরিয়াম মিলনায়তনে সংগঠনের সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী এইচ ই ঝালানাথ খানাল।
সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের মহাসচিব মৌলানা মোহাম্মদ আবেদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানের মানবাধিকার সংগঠক ভলকার ইউ. ফ্রেডরিক, ভুটানের মি. জেকসন দুকপা, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন ভারতের বিশেষ প্রতিনিধি স্বপ্না সাহা। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক ড. মোহাম্মদ মাসুম চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উদ্যাপন পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান মজুমদার। সম্মেলনে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সাধারণ সম্পাদক জাফর ইকবাল কে সম্মাননা প্রদান করা হয়। সম্মেলনে দেশ এবং বিদেশ থেকে ১ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করেন।











