
কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) : আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে নাটোর জেলা আওয়ামী লীগের ২৩১ জন প্রবীণ নেতৃবৃন্দকে সংবর্ধনা ও ৬৩ জনকে মরণোত্তর সন্মননা ক্রেস প্রদান করা হয়েছে।
সিংড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিপ্রতিমন্ত্রীর উদ্যোগে শুক্রবার বিকাল ৪ টায় সিংড়া সরকারী গোডাউন চত্বরে এসব প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন।
এছাড়া অনুষ্ঠানে ৭৫ জন নারীকর্মীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুত্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাটোর জেলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাজেদুর রহমান খাঁনসহ স্থানীয় নেতৃবৃন্দ।