মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিংড়ায় বিএনপি নেতা দাউদার মাহমুদকে সংবর্ধনা

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর): নাটোরের সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদের বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়ায় ও তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ পাওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
দাউদার মাহমুদ সোমবার বেলা ১১টায় ঢাকা থেকে সিংড়ায় আগমন করলে  হাজার হাজার নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপজেলা কোর্ট মাঠে তাকে সংবর্ধনা দেয়া হয়।
সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক এডভোকেট আলী আজগর খানের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, যুগ্ম আহবায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এম এ মালেক, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ওমর ফারুক প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে দাউদার মাহমুদ বলেন, তৃণমূলের মানুষ আমার প্রাণ, আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে রাজনীতির সকল কর্মকাণ্ড চলবে। কোনো চাঁদাবাজি, সন্ত্রাস, দূর্নীতি, টেন্ডারবাজি চলবে না। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি আমাকে ধানের শীষ উপহার দিয়েছিলো। এজন্য আমি তারেক রহমানের কাছে কৃতজ্ঞ।
উল্লেখ্য, গতকাল ২রা ফেব্রুয়ারী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপির আংশিক কমিটির অনুমোদন দেন। এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয় দাউদার মাহমুদকে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ