
কাবিল উদ্দিন কাফি, সিংড়া(নাটোর): নাটোরের সিংড়ায় পূর্ব শত্রুতার জেরে মো. নাজমুল ইসলাম নাজিম (২৪) নামে এক কলেজশিক্ষার্থী পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গুরুতর আহত ওই কলেজ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত মঙ্গলবার সকাল অনুমান সাতটার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের তালঘড়িয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহত মো. নাজমুল ইসলাম নাজিম তালঘড়িয়া গ্রামের মৃত কুরবান আলী (মাষ্টার) এর ছেলে ও নাটোর নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি (এন,এস ) কলেজে অনার্স ৪র্থ বছরের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মো. আমজাদ, আব্দুল মান্নান, আমজাদের পিতা আব্দুল খালেক তাদের সাথে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ছিলো ওই দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ শিক্ষার্থী নাজিম দের চুলা ভাঙচুর করে ও নাজিম ও তার মা সামিনা বেগম কে মারপিট করে।
বিবাদী আমজাদ হোসেন বলেন, তারা আমার মা ও আব্দুল মান্নান এর স্ত্রী আকলিমা বেগমকে মারার পরে আমরা মারছি। এর আগেও কয়েকবার সালিশ হয়েছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)আবুল কালাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।