মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সিংড়ায় ২৬৫০ জন কৃষক পেলেন ধানের বীজ ও সার

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় কৃষি প্রণোদনা ও পুর্নবাসনের আওতায় ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ, ক্ষুদ্র ও প্রান্তিক ২৬ হাজার ৫০০শত জন কৃষকদের মাঝে বিনামুল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে সিংড়া গোডাউন পাড়া এলাকায় নিজ বাসভবনে এসব বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিপ্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসুম প্রভা, সহকারী কমিশনার (ভূমি) মো. বরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ¦ জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ জানান, রেমাল ঝড়ে ক্ষতিগ্রস্থ ৪৫০জন এবং ২২০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ৫ কেজি আমন ধানের বীজ সহ ২০ কেজি (ডিওপি ও এমওপি) সার উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ