বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিটি প্রেসক্লাবের সভাপতি রফিকুল সম্পাদক আদিত্য

নাঈম হোসেন, রাজশাহী : রাজশাহী সিটি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দ্য বাংলাদেশ টুডে ও দৈনিক জনতা পত্রিকার রিপোর্টার রফিকুল আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশনের রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্য।

শনিবার রাজশাহী নগরীর উপশহর এলাকায় অবস্থিত বাংলাদেশ সাংবাদিক সংস্থা অফিসে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১টায় ভোট গণনা শেষে নবনির্বাচিত সকলকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এছাড়াও সভাপতি রফিকুল আলম সম্পাদক আদিত্যসহ সহ-সভাপতি ২ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন, দৈনিক নওরোজ পত্রিকার রিপোর্টার সুলতান মাহমুদ রেজা এবং প্রতিদিনের সংবাদ এর রিপোর্টার এস এইচ এম তরিকুল। যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন, বিজয় টেলিভিশনের ফরহাদ হোসেন আদনান।

অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন, দৈনিক বাংলার সকাল পত্রিকার রিপোর্টার মো. আমিনুল ইসলাম বনি।
দপ্তর, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক হয়েছেন, দৈনিক বার্তা পত্রিকার রিপোর্টার মোঃ ফজলুল করিম বাবলু।
সমাজ কল্যাণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হয়েছেন, দৈনিক দেশ বাংলার রিপোর্টার সৌমেন্দ্রনাথ মন্ডল। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হয়েছেন, দৈনিক নতুন প্রভাতের রিপোর্টার ওমর ফারুক। এবং নির্বাহী সদস্য হয়েছেন, দৈনিক বার্তা পত্রিকার ক্যামেরাম্যান মোঃ মিলন শেখ, সাপ্তাহিক সুবর্ণ সংবাদ পত্রিকা তারিক হায়দার মিঠু। দৈনিক বাংলার সকালের রিপোর্টার মোঃ জাহিদ হাসান। উক্ত নির্বাচনে
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মোঃ লিয়াকত আলী।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।
এবং দৈনিক সোনালী সংবাদের রিপোর্টার অ্যাডভোকেট মোঃ মোমিনুল ইসলাম বাবু নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ