শুক্রবার, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সিটি ব্যাংকের সাবেক সহকারি ভিপির ২৬ বছর কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক : জালিয়াতির মাধ্যমে সিটি ব্যাংক ও এর গ্রাহকদের কাছ থেকে ২ কোটি ৫০ লাখ হাতিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় ব্যাংকের সহকারি ভাইস প্রেসিডেন্ট ও কার্ড ডিভিশনের প্রধান মুসাব্বির রহিমকে ২৬ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। 
সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এ রায় দেন। রায়ের সময় মুসাব্বির উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। 
রায়ে দুই ধারায় ৭ বছর করে ১৪ বছরের কারাদন্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে এক বছর  বিনাশ্রম কারাভোগ করতে হবে। 
আরেক ধারায় ১০ বছরের কারাদন্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে আরও এক বছর কারাভোগের নির্দেশ দেয় আদালত। অন্য এক ধারায় ২ বছরের কারাদন্ড, ২০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত। অর্থদন্ড অনাদায়ে আর ৬ মাসের কারাভোগ করতে হবে। এ সাজা একত্রে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। 
আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন সাজার বিষয়টি নিশ্চিত করেন। 
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ২৫ নভেম্বর থেকে ২০১৬ সালের ২৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে জালিয়াতির মাধ্যমে সিটি ব্যাংক ও এর গ্রাহকদের কাছ থেকে ২ কোটি ৫০ লাখ টাকার অধিক হাতিয়ে নেন। এ অভিযোগে ২০১৬ সালের ১৮ আগস্ট প্রধান কার্যালয়ের লিগ্যাল ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. আইয়ুব উল্যাহ বনানী থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর দুদকের সহকারি  পরিচালক মনিরুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৯ সালের ২৫ আগস্ট মুসাব্বির রহিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। মামলার বিচার চলাকালে ২১ জনের মধ্যে ১৭ জন সাক্ষ্য প্রদান করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ