সোমবার, ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে অন্যের জমি দখল করে বিএনপির কার্যালয় নির্মাণ

এস এম আক্কাস, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় অন্যের জমি দখল করে বিএনপির দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও নির্মাণ কার্যক্রম থেমে নেই। খোকসাবাড়ী ইউনিয়নের চর খোকসাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত প্রায় ৩ শতক জায়গা একজন ব্যক্তি সড়ক ও জনপথ বিভাগের কাছ থেকে দীর্ঘদিন আগে লিজ নিয়েছিল।

২০১৬ সালে ওই জায়গা লিজ গ্রহীতার কাছ থেকে আল আমিন নামের স্থানীয় একজন ব্যক্তি ক্রয় করেছেন। সম্প্রতি ওই জায়গায় দোচালা টিনের ঘর তুলে খোকসাবাড়ী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের নামে সাইন বোর্ড লাগানো হয়েছে। ইট, বালি ও অন্যান্য নির্মাণসামগ্রী আশপাশে স্তূপ করে রাখা হয়েছে।

এ বিষয়ে আল-আমিন অভিযোগ করে বলেন, আমার ক্রয়কৃত ৩ শতাংশ জমিতে জোর করে রহিম মাস্টার গং ঘর তুলতেছে। এতে আমি বাঁধা দিলে আমাকে বিভিন্ন কথায় কটূক্তি করে হুমকি দেয় এবং রাতে আমার বাড়িতে অনেক লোকজন আসা-যাওয়া করে।

তিনি আরও বলেন, এখন আমার জীবন হুমকির মুখে আছে। তারা সমাজের আইন-কানুন, বিচার মানে না।

এ বিষয়ে অভিযুক্ত খোকসাবাড়ী ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুর রহিম মাস্টার বলেন, ‘ওই জায়গা কারো ব্যক্তিমালিকানার নয়। সড়ক ও জনপথ বিভাগের জায়গা। সরকারি জায়গা পতিত পড়ে আছে, তাই দলীয় কার্যালয় বানাচ্ছি।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘অন্যের জায়গা দখল করে দলীয় কার্যালয় নির্মাণ না করার জন্য বিএনপি নেতা আব্দুর রহিম মাস্টারসহ জড়িত সবাইকে নিষেধ করা হয়েছে। নির্মিত ঘরও ভেঙে দিতে বলা হয়েছে। নির্দেশনা না মানলে অভিযুক্তদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে ‘

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *