শুক্রবার, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জের চৌহালীতে ৫ দফা দাবিতে মানববন্ধন

এস এম আক্কাস, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর তীরে “ভূতের মোড়” ও জোতপাড়া নৌকা ঘাট এলাকায় ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ পরিষদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে যমুনা বিধ্বস্ত চৌহালী উপজেলার আর.এস রেকর্ডভুক্ত চরাঞ্চলের আবাদি জমি, বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের জমির খাজনা আদায় অবিলম্বে চালু করার দাবি জানানো হয়।

এছাড়াও, রাক্ষুসে যমুনার ভাঙন থেকে উপজেলার পূর্ব ও পশ্চিম অঞ্চলের মানুষ ও অবকাঠামো রক্ষায় টেকসই ও স্থায়ী বাধ নির্মাণের দাবি তোলা হয়। বক্তারা বলেন, গত ১৫ বছরে বাধ নির্মাণের নামে সরকারি অর্থের অপব্যবহার ও দুর্নীতির সুষ্ঠু তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও যে দাবিগুলো তুলে ধরা হয় সেগুলো হলো, চৌহালী উপজেলা সদরের সঙ্গে চর ছলিমাবাদের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ।

দক্ষিণ চৌহালীর বাঘুটিয়া ও উমারপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র আধুনিকায়ন ও পর্যাপ্ত ডাক্তার-নার্স নিয়োগ।

চর ছলিমাবাদ এলাকায় একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদকমুক্ত এলাকা গঠন।

মানববন্ধনে বক্তব্য রাখেন এ্যাডভোকেট শহীদুল ইসলাম সরকার, পরিবেশবাদী ও মানবাধিকার কর্মী এবং চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ পরিষদের আহ্বায়ক।সাব্বির সরকার সদস্য সচিব চৌহালী উপজেলা ছাত্রদল,সানোয়ার হোসেন বিজয়, সহ-সভাপতি সিরাজগঞ্জ জেলা ছাত্রদল,শাহজাহান সিরাজ,সাবেক ইউপি সদস্য।হুমায়ুন কবির,আব্দুল লতি,সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ