এস এম আক্কাস, সিরাজগঞ্জ: ওয়ালটন পণ্য কিনে জিতে নিন নিশ্চিত উপহার এই স্লোগানকে সামনে রেখে ওয়ালটন ‘ডাবল মিলিয়ন অফার সিজন-২১’ উৎসব উপলক্ষে সিরাজগঞ্জে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ এরিয়ার আয়োজনে শহরের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়কগুলো পদক্ষিণ করে এস.এস রোডে অবস্থিত ওয়ালটন শোরুমে এসে শেষ হয়।
র্যালিতে অংশ নেন ওয়ালটনের সিরাজগঞ্জ এরিয়া ম্যানেজার ফয়সাল হাসান, ক্রেডিট মনিটরিং কর্মকর্তা দুলাল হাসান, ওয়ালটন প্লাজা সিরাজগঞ্জ-১ শাখার ম্যানেজার রেজাউল করিম, সিরাজগঞ্জ-২ শাখার ম্যানেজার মাজেদুর রহমান, বিভিন্ন উপজেলা পর্যায়ের ওয়ালটন প্লাজা মানেজার, স্থানীয় ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ওয়ালটন প্লাজার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ক্রেতাবান্ধব ওয়ালটনের ইতোপূর্বে ঘোষিত সকল অফার সাধারণ গ্রাহকের ভাগ্য পরিবর্তনে যথেষ্ট ভূমিকা পালন করেছেন। তারই ধারাবাহিকতায় ‘ডাবল মিলিয়ন অফার সিজন-২১’ উপলক্ষ বর্ণাঢ্য র্যালির মাধ্যমে ওয়ালটন ক্রেতাদের মাঝে ব্যাপক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
তারা বলেন, ডিজিটাল ক্যাম্পেইন-২৪ এর ডাবল মিলিয়নার অফার গ্রাহকদের জানানোর উদ্দেশ্যে আমাদের এই কর্মসূচি। অফারের আওতায় টিভি, ফ্রিজ, ওয়াশিংমেশিন, বিএলডিসি ফ্যান কিনলে গ্রাহকরা সর্বোচ্চ ২০ লাখ টাকা ক্যাশ পেতে পারেন। এই সুযোগ থাকবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। গ্রাহকদের কাছে আমাদের দাবি, ওয়ালটনের পন্য কিনুন, দেশের টাকা দেশেই রাখুন।