
কাইয়ুম মাহমুদ, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ জেলার সয়দাবাদ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে র্যাব-১২ এর বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ সংঘবদ্ধ ডাকাত দলের নেতা গ্রেফতার হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার বিকেল ৬ ঘটিকায় সিরাজগঞ্জ সদর থানার পুনর্বাসন সয়দাবাদ এলাকায় মো. আলী আশরাফের বাড়িতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়।
র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও মোঃ আলী আশরাফ (৩৭) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ি তল্লাশি করে অস্ত্র, চোরাই মালামাল, ওয়াকিটকি, বিভিন্ন সরঞ্জাম এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে এবং পলাতক অন্যদের ধরতে অভিযান চলছে।