আমিনুল হক বাবু, শাহজাদপুর(সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেসক্লাবে দীর্ঘ ৪১ বছর পর কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে এম এ জাফর লিটন সভাপতি ও আলামিন হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিন ৫৪ জন ভোটারের মধ্যে ৫৩ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেছেন।
এ নির্বাচনে ১৯ জন প্রার্থী থাকলেও ৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে ১২ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। ভোটগ্রহণ শেষে বিকাল ৫টায় প্রেসক্লাব কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার শফিকুজ্জামান শফি নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
এ সময় নির্বাচন পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসলাম আলী সহ অত্র উপজেলার সকল গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
উল্লেখ্য, প্রেসক্লাবের ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদে অর্থ বিষয়ক সম্পাদক পদে মাসুদ মোশাররফ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে হান্নান শেখ এবং কার্যনিবার্হী সদস্য পদে বিমল কুন্ডু, সৈয়দ হুমায়ুন পারভেজ সাব্বির, আতিক সিদ্দিকী, সাগর বসাক ও আরিফুল ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম গোপন ব্যালট পদ্ধতিতে ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হলো।