রবিবার, ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 95.24455; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

কাইয়ুম মাহমুদ, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য দ্রুত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার ১১টা থেকে ১টা পর্যন্ত মহাসড়ক ব্লকেড করে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আগামী ৪৮ ঘন্টার মধ্যে স্থায়ী ক্যাম্পাসের দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগের দাবী জানান।

শিক্ষার্থীরা জানান,২০১৬ সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়নি। ভাড়া ভবনে ক্যাম্পাস চলছে। প্রশাসনকে বলেছি ক্যাম্পাস করার জন্য। তারা শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু বাস্তবায়ন হয়নি।

এসময় শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি স্থায়ী ক্যাম্পাস নির্মানের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

যানা জায়, প্রতিষ্ঠার প্রায় নয় বছর পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এখনো ভাড়া করা ভবনে পরিচালিত হচ্ছে। বর্তমানে ১ হাজার ২০০ শিক্ষার্থী, ৩৪ শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ কর্মচারী নিয়ে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সংগীত ও ব্যবস্থাপনা—এই পাঁচটি বিভাগে একাডেমিক কার্যক্রম চলছে।

নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন অতীতে একটি প্রকল্প প্রস্তাব পাঠালেও তা অনুমোদন পায়নি। সম্প্রতি ১০০ একর জমিতে ৫১৯ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের নতুন প্রস্তাব পাঠানো হয়েছে, যা বর্তমানে একনেকের নীতিগত অনুমোদনের অপেক্ষায়। শিক্ষার্থীদের হুঁশিয়ারি, দ্রুত অনুমোদন ও কার্যকর পদক্ষেপ না নিলে তাঁরা আরও কঠোর আন্দোলনের পথে যাবেন।

এদিকে অবরোধ চলাকালে উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রী ও পরিবহন চালকদের ভোগান্তি পোহাতে হয়। পরে অবরোধ প্রত্যাহারের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা হাটিকুমরুল গোলচত্বরের ধোপাকান্দি এলাকায় ঢাকামুখী ও উত্তরবঙ্গগামী লেন বন্ধ করে বিক্ষোভ করছে। সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেয়। যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ