
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি ও রাজশাহী বিভাগীয় যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার ভোরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মির্জা আব্দুল জব্বার বাবু সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস বলেন, মির্জা বাবু প্রায় দুই মাস আগে ভাইরাস জনিত একটি বিরল রোগে আক্রান্ত হন।শুরু থেকেই তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার অকাল মৃত্যু হলো।
রোববার রাত ১০টায় শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জানাজা শেষে মালশাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।
মির্জা বাবুর মৃত্যুতে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অনেকে আলাদা শোকবার্তা দিয়েছেন।
তারা মির্জা বাবুর অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।