
মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা কুমিরা ইউনিয়ন এর ছোট কুমিরা এলাকার দক্ষিণ মছজিদ্দা সার্বজনীন কালী পূজা উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এ উৎসব ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
গীতাপাঠ ও ভক্তি মূলক কীর্তন, পরিবেশনায় এর মধ্য দিয়ে চলে দিনব্যাপী পূজা অনুষ্ঠান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরুন চৌধুরী। এতে উপস্থিত ছিলেন মছজিদ্দা সার্বজনীন কালী পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাবু শক্তিপদ রায় (টিটু), সাধারণ সম্পাদক রাজু চৌধুরী।
দক্ষিণ মছজিদ্দা সার্বজনীন কালী মন্দিরে সাধারণ সম্পাদক রাজু চৌধুরী বলেন, “শ্যামা পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। প্রতি বছরই আমরা পূজা উপলক্ষে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চাই।”
অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি নির্বিঘ্নে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করে।