
মো. রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা থেকে ১০ ফুট লম্বা ও ২০ কেজি ওজনে অজগর উদ্ধার । চট্টগ্রাম ছোট কুমিরায় একটি মুরগীর ফার্মের নিচে ড্রেনে জালে আটকা পরে বিশালদেহী এক অজগর।
পরবর্তীতে সময়ে সেখানের স্থানীয় লোকজন ৯৯৯ এ কল করলে কুমিরা বনবিভাগ সেখানে পৌছায় এরপর পরবর্তীতে সেখানে Wildlife and snake rescue team in Bangladesh এর সদস্য মো: মাহাদী হিমু ও শিক্ষানবিশ মেহেদী হাসান উপস্থিত হয়ে দক্ষতার সাথে সাপ টিকে উদ্ধার করতে সক্ষম হয়।
তারা উদ্ধার করে বনবিভাগের তত্বাবধানে সাপ টিকে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করে দেয়। তাদের তথ্যমতে বিশালদেহি অজগর সাপ টি প্রায় ১০ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের ছিল।